সেনবাগ প্রতিনিধি
নোয়াখালী সেনবাগে মাদ্রাসার কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ২০টি কম্পিউটার সেট চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকা। উপজেলার সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর পৌনে ১টায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট।
এর আগে সকাল ৭টায় কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড আবুল হোসেনের (৭০) চুরির ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করে। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ এমরান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায় সাবেক সুপারিনটেন্ডেন্ট ও স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন জানান, স্থানীয় মাদকাসক্ত বখাটে কতিপয় যুবক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতা থাকলে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা যাবে।
কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পেসিক প্রকল্পের অধীনে মাদ্রাসায় ২১টি কম্পিউটার সেট বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে একটি কম্পিউটার অফিসে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবে থাকা ২০টি কম্পিউটার সেটই চুরি হয়ে যায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২১, রাত ০৭:১৯
Discussion about this post