চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম বাবু নামের একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত বাবু (৩৮) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাবুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব আলী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা আলেখারচর এলাকা থেকে টিসিবির পণ্য নিয়ে ফিরোজ আলম বাবু পিকাপ (চট্টমেট্রো উ-১১-০৫০৪) নোয়াখালী যাচ্ছিলেন।
গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার পানসি হোটেলের সামনে পৌঁছালে পূর্ব দিক থেকে আসা কাভার্ডভ্যান হঠাৎ করে বের হতে গেলে পিছনের দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপটিকে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে টিসিবির পণ্যের মালিক ফিরোজ আলম বাবু নিহত হন। এসময় কাভার্ডভ্যানটি দ্রুত চট্টগ্রাম থেকে চলে যায়।
দুর্ঘটনায় আহত হন পিকআপ চালক সেনবাগ উপজেলার উত্তর উজ্জালতলা গ্রামের আব্দুস সোবাহান পত্র ফরহাদ হোসেন (৩৮) ও হেলপার একই এলাকার বাবুপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের জামাতা মোঃ তুহিন (২২)।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনায় নিহতের লাশ ও গাড়ীটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ী ও নিহতের লাশ আমরা উদ্ধার করেছি।
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২১, বিকাল ০৪:৪৩
Discussion about this post