ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মিয়া (৫০) ওই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বাড়ির পাশের একটি জমি নিয়ে নিহত আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানের খড় রাখাকে কেন্দ্র করে ছিদ্দিক মিয়ার ছেলেরা কাশেমের ওপর হামলা চালায়। এ সময় তাদের একজনের ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে তাকে নৌকাযোগে উপজেলা সদরে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে সরাইল থানার ওসি আল মামুন নাজমুল আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২১, দুপুর ১১:৫২
Discussion about this post