নিজস্ব প্রতিবেদক
রোজার প্রথমদিনেই অস্বাভাবিক দাম বেড়েছে শসার। একদিনে দ্বিগুণ দাম বেড়ে শসার কেজি প্রায় ১২০ টাকা হয়ে গেছে। এর সঙ্গে পাকা টমেটো ও বেগুনের দামও বেড়ে গেছে।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় রোজায় শসা, পাকা টমেটো ও বেগুনের চাহিদা বেশি থাকে। মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও এবার এর ব্যতিক্রম হয়নি।
তারা জানান, একদিকে রোজা অন্যদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধি-নিষেধের কারণে বুধবার আড়তে শসা, টমেটো ও বেগুনের দাম বেড়ে গেছে। গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ দাম দিয়ে এই পণ্যগুলো কিনতে হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা দেশি শসার কেজি বিক্রি করছেন ১২০ টাকা, যা গতকাল ছিল ৬৫ টাকার মধ্যে।
হাইব্রিড শসা প্রতি কেজি ৭০ টাকা। গতকাল ছিল ৩৫ টাকা। গতকাল ৩০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে ৬০ টাকা হয়েছে। আর ৫০ টাকা কেজি বিক্রি হওয়া লম্বা বেগুনের দাম বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুন প্রতি কেজি ১০০ টাকা।
বাজারটির ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, রোজায় শসা, পাকা টমেটো ও বেগুনের দাম বাড়বে এটা স্বাভাবিক বিষয়। প্রতিবছরই প্রথম রোজায় এই পণ্যগুলোর দাম বাড়ে। এবার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধি-নিষেধ দিয়েছে। যে কারণে আড়তে মাল কম এসেছে। সবকিছু মিলে দাম বেড়েছে।
তিনি বলেন, গতকাল শসার কেজি ৪০ টাকা বিক্রি করেছিলাম। বেগুন বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি। টমেটো ৩০ টাকা কেজি। আমাদের ধারণা ছিল আজ শসার কেজি ৬০ টাকা হতে পারে। কিন্তু আমাদেরই কেনতে হয়েছে অনেক বেশি দামে।
এছাও বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ ৬০ টাকা,গাঁজর ৬০ টাকা, লেবুর হালি ৬০ টাকা, ভেন্ডি ৬০ টাকা ও পটল ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক ভাবে কাঁচা বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা চরম হতাশ। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না করায় যথেচ্ছ দাম বাড়াচ্ছে বিক্রেতারা।
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, দুপুর ০২:৩২
Discussion about this post