তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা তিতাসের গোমতী নদীর পাড় কেটে মাটি নিচ্ছে ইটভাটায়। প্রভাবশালীরা কৃষিজমি সুরক্ষা আইনের তোয়াক্কা না করে এস্কেভেটর দিয়ে গোমতী নদীর পাড় ও ফসলি জমি থেকে বেপরোয়াভাবে মাটি কেটে ঢাকা ইটভাটায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে গোমতী নদীর পাড় যেমন ঝুঁকিতে পড়ছে অপরদিকে ফসলি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে। অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে।
মাটি খেকোরা সরকারি দলের ছত্রছায়ায় থাকায় কেউ তাদের এই অপকর্মে বাধা দিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, গোমতী নদীর পাড় থেকে গভীরভাবে খনন করে মাটি উত্তোলন করায় আশপাশের জমি ভেঙে পড়ছে। কৃষকরা সব সময় আতঙ্কে থাকেন কখন কার জমি ভেঙে পাশের গর্তে পড়ে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লালপুট ডিম চর ও গোমতীর পাড় থেকে ভেক্যু মেশিন দিয়ে ফসলি জমিসহ মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় লালপুর গ্রামের ফুল মিয়া, চাষীর কবির ও জাহাঙ্গীর গং সিন্ডিকেট। কবির ও ফুল মিয়া সাংবাদিকদের বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করে টাকা দিয়ে মাটি কিনে নিচ্ছি।আপনাদের কোনো কিছু বলার থাকলে প্রশাসনকে বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি তসিলদারের কাছ থেকে বিষয়টি জেনে নেবো। যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, বিকাল ০৬: ০৪
Discussion about this post