নিজস্ব প্রতিবেদক
শারমিন নামে ১৮ থেকে ২০ বছর বয়সের এই মেয়েটি তার পিতা-মাতার কাছে ফিরে যেতে চায়। মেয়েটি শুধুমাত্র তার বাড়ি নাঙ্গলকোট উপজেলা বলে জানিয়েছে। গ্রাম, পোস্ট অফিস অথবা ইউনিয়নের নাম তার মানে নেই। সে জানিয়েছে তার বাবার নাম আব্দুস সালাম ও মায়ের নাম আমেনা বেগম। তারা দুই ভাই ও দুই বোন। দুই ভাইয়ের নাম হচ্ছে ফরহাদ ও রাসেল। ওর বড় বোনের নাম সালমা আক্তার আর ওর নিজের নাম হচ্ছে শারমিন আক্তার।
“আপন ঠিকানা” নামে ইউটিউব চ্যানেল থেকে আজ তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সে তার নিজ ঠিকানা বাবা-মায়ের কাছে যেতে চায়। কেউ যদি তার সন্ধান দিতে পারেন অথবা ঠিকানা মিলে যায় তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সে জানিয়েছে, যখন তার বয়স ৫/৬ বছর তখন তাকে তার চাচা ঢাকায় একটি বাসায় কাজের জন্য দিয়ে যায়। তাদের কাছে অত্যাচারিত হয়ে সে পাশের বাসার কাজের মেয়ের সহযোগিতায় অন্যত্র কাজ নেয়। এভাবে সে হারিয়ে যায়।
নিজের ঠিকানা ভুলে যাওয়ায় সে এক বাসা থেকে আরেক বাসায় কাজ করতে থাকে। সে তার পিতা-মাতার ঠিকানায় ফিরে যেতে চায় বলে জানিয়েছে। কিন্তু ঠিকানা মনে না থাকায় বিপাকে পড়েছে।
কেউ তার সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
(দয়া করে শেয়ার করুন)
প্রকাশ : ৮ এপ্রিল ২০২১, বিকাল ০৪:১২
Discussion about this post