চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মসজিদে পবিত্র শবেবরাতের রাতে নামাজ আদায়রত অবস্থায় জহিরুল ইসলাম (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মান্নান ভূঁইয়া বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীম বেপারির ছেলে।
নিহতের নিকটাত্মীয় কাজী মোখলেছুর রহমান জানান, শবেবরাতের রাতে নামাজ আদায়কালে হঠাৎ ঢলে পড়েন সৌদি প্রবাসী জহিরুল। উপস্থিত মুসল্লিরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৃত্যু ঘটে তার।
প্রকাশ : ৩০ মার্চ ২০২১, রাত ১০:৩৬
Discussion about this post