নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
বায়তুল মোকাররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াতে নিরীহ ছাত্র ও তৌহিদী জনতার উপর বর্বরোচিত হামলা চালিয়ে নিহত ও আহত করার প্রতিবাদে আজ ২৯ মার্চ সোমবার সকালে নাঙ্গলকোট লোটাস চত্বরে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম নাঙ্গলকোট উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মুফতি অলিউল্লাহ, নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা লোকমান আহমেদ, সহ-সভাপতি মাওলানা সোলায়মান মীর, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, মাওলানা মাসুদ উদ্দিন, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন আমরা বর্তমান সরকারের বিরোধী নই। আমরা বিরোধিতা করেছি ভারত সরকার মোদির বিরুদ্ধে। তার তত্ত্বাবধানে কোরআনের ২৬ টি আয়াত পরিবর্তনের রিট করেছে এবং কাশ্মীরের মুসলমানদের রক্তে কাশ্মীরকে লাল করেছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু যারা নিরীহ ছাত্র ও তৌহিদি জনতার উপর হামলা করেছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
প্রকাশ : ২৯ মার্চ ২০২১, দুপুর ১২:৩৯
Discussion about this post