নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
হতদরিদ্র রিকশাচালক মোঃ একরামুল হক, বয়স আনুমানিক ৬০ বছর। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। একরামুল হকের বাড়ি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা উত্তরপাড়ায়। তিনি ইয়াকুব আলীর ছেলে।
তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।ব্যক্তিগত জীবনে একরামুল হক এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের বাবা। মেয়ে দুটিকে তিনি বিয়ে দিয়েছেন, তবে তারাও আর্থিক ভাবে অসচ্ছল।একমাত্র ছেলে শাহজাহান দিনমজুর।
ছেলে শাহজাহান যা কামাই করেন তা দিয়ে তাদের পরিবার চলতেই সমস্যায় পড়তে হয়। শাহজাহান জানান, বাবার চিকিৎসার জন্য বাড়তি টাকা খরচ করার মত কোন অবস্থা তাদের নেই। তাদের কোনো জমিজমাও নেই। যা বিক্রি করে চিকিৎসা চালাতে পারতেন। ৮ মাস ধরে মোঃ একরামুল হক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। তাঁকে লাকসাম ও কুমিল্লায় নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েছেন কিন্তু চিকিৎসার উন্নতি না দেখে পরে ডাক্তারদের পরামর্শে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতাল নিয়ে গেলে ডাক্তারগণ পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ক্যান্সার শনাক্ত হয়। ইতিমধ্যে একরামুল হকের চিকিৎসার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা খরচ করেছেন পরিবার এবং স্বজনরা। এখন তাঁর চিকিৎসার জন্য বাড়তি টাকার প্রয়োজন।
দেশে-বিদেশে ও প্রবাসে অবস্থানরত আর্থিকভাবে সচ্ছল ভাইদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছেন একরামুল হকের পুত্র মোঃ শাহজাহান।
বিস্তারিত জানার জন্য তাদের মোবাইল নাম্বার নিম্নে দেয়া হল এবং একটি বিকাশ নাম্বার দেয়া হয়েছে। আর্থিকভাবে যারা সহযোগিতা করতে পারবেন তাদেরকে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা গেল। অসুস্থ মোঃ একরামুল হকের পুত্র মোঃ শাহজাহান দেশে-বিদেশে সকলের কাছে তার পিতার সুস্থতা কামনায় দোয়াও চেয়েছেন।
যোগাযোগ : মোবাইল নাম্বার- (০১৮৩০৩৫০২৪০ শাহজাহান), (০১৮৫৯১৯৩৬৯৭ আবুল কাশেম), (০১৯৬৪২০৬৫২১ সহিদ উল্লাহ মিয়াজী), (০১৮৭৫৬৩১৯৩৮ (বিকাশ) সুজন)।
প্রকাশ : ২৫ মার্চ ২০২১, দুপুর ০২:১০
Discussion about this post