বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা ও বুড়িচংয়ে কাভার্ড ভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি পাম্প স্থাপন করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ভ্যানের ভেতরে ঝুঁকিপূর্ণভাবে শতাধিক বড় আকারের সিলিন্ডারের মাধ্যমে গড়ে উঠছে এই ভ্রাম্যমাণ সিএনজি পাম্পের স্টোরেজ। আর গ্যাস সরবরাহের ডিসপেনসারটি আলতোভাবে মাটিতে রেখে চলছে গ্যাস সরবরাহ।
উপজেলার দোল্লাই নবাবপুর বাজার এলাকার একটি খালি জায়গায় ঐ পাম্পের ডিসপেনসারের মাথার ওপর বাঁশের খুঁটিতে ত্রিপলও লাগানো হয়েছে। এই পাম্প থেকে সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি সাড়ে পাঁচ টাকা নেওয়া হচ্ছে। মাধাইয়া-নবাবপুর সড়কের পাশেই নবাবপুর বাজারের দক্ষিণ বাজার সংলগ্ন এই ভ্রাম্যমাণ গ্যাস পাম্পটি দীর্ঘদিন চালু থাকলেও কেউই কিছু বলছে না। যেন দেখার কেউ নেই!
সরেজমিনে ঐ ভ্রাম্যমাণ গ্যাস পাম্পে দেখা যায়, দুইটি কাভার্ড ভ্যান দাঁড় করানো আছে। প্রতিটি কাভার্ড ভ্যানে অন্তত ১০০টি করে গ্যাস সিলিন্ডার রয়েছে। ঐ কাভার্ড ভ্যানের গ্যাস সিলিন্ডারের সঙ্গে সিরিজ সংযোগ দিয়ে ডিসপেনসার মেশিনের মাধ্যমে সিএনজি অটোরিকশায় গ্যাস সরবরাহ করছে এক যুবক। পাম্পটি কার এমন প্রশ্নে সে বলে, আমরা তিন জন এখানে কাজ করি। পাম্পের মালিক গিয়াস উদ্দিন।
পাম্পের মালিকের বিষয়ে জানতে চেয়ে গিয়াস উদ্দিনের ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, পাম্পটি আমার, এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলব। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ জানান, বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশ : ২১ মার্চ ২০২১, রাত ১০:০৫
Discussion about this post