নিজস্ব প্রতিবেদক, লাকসাম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেলঘর বেপারীবাড়ি মদিনাতুল উলূম হাফেজিয়া মাদরাসা হাফেজ ছাত্রদের দস্তার বন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ মার্চ) বিকেলে গোসাই বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন চাঁদপুরী। বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবু হানিফা আল নোমানী, ফুলগাঁও ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাসুম বিন নোমানী, ভোলাইন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গণি মজুমদার।
অত্র মাদ্রাসার মুহতামিন হাফেজ মোঃ ইব্রাহীম মাহমুদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর আদ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান খাঁন দোলন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মজুমদার।
বৃহত্তর আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নিউজ টুডে’র সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, আদ্রা উত্তর ইউপি সচিব সৈয়দ গোলাম মহি উদ্দিন, চৌধুরী ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী মোঃ বাহার উদ্দিন, সবুজ বাংলা কুরিয়ার সার্বিসের লাকসাম শাখার পরিচালক হাজী মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির আহম্মেদ স্বাধীনসহ অনেকে।
বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন চলছে। মুসলমানদের উপর জুলুম হচ্ছে। মুসলমানরা ক্ষতিগ্রস্ত জাতিতে পরিণত হয়েছে। তাই সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদেরকে পরস্পরের সাথে ভাতৃত্ববোধ তৈরি করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ না করে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, সন্ধ্যা ০৬:০৫
Discussion about this post