নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের আদ্রা-মানিকমুড়া সড়কের ঘোড়াময়দান পশ্চিমপাড়া কালীভিটার সেতু ধসে মরণফাঁদে রূপ নিয়েছে। চলাচল বন্ধ থাকায় এলাকাবাসী পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গেল দুই বছর ধরে স্টিলের পাত বসিয়ে জোড়াতালি দিয়ে সেতুটি কোনভাবে যাতায়াতের উপযোগী করা হলেও এক মাস আগে সেতুটি ধসে পড়ে। তাতে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ।
স্থানীয় বাসিন্দা সায়েম আহমেদ জানান, আদ্রা-মানিকমুড়া সড়কের এই সেতুটি দিয়ে জোড্ডা পশ্চিম ইউনিয়ন ও আদ্রা দক্ষিণ ইউনিয়নবাসী মানিকমুড়া, ঘোড়াময়দান বাজার, দুয়ারীপাড়া পশ্চিমপাড়া, চাটিতলা, আটিয়াবাড়িসহ লাকসাম ও নাথেরপেটুয়া পাশের অন্যান্য স্থানে সহজে যাতায়াত করতেন। কিন্তু সেতুটি ভেঙ্গে পড়ায় গত দুই বছর ধরে যাতায়াতে দুর্ভোগ শুরু হয়। সর্বশেষ কিছুদিন আগে সেতুটি আবার ভেঙে পড়ায় বর্তমানে চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। সেতুটি নতুনভাবে নির্মাণ না হলে আগামী ইরি-বরো মৌসুমে জমি থেকে কৃষকদের ঘরে ইরি-বোরো ধান উঠানো নিয়েও বিপাকে পড়তে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ঘোড়াময়দান উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের পারাপারে বড় ঝুঁকির শিকার হতে হবে।
নাঙ্গলকোট উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটির বিষয়ে আমরা জেনেছি। সাইক্লোন, আমফান, ও বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। সেতু নির্মাণের জন্য অনুমোদন পাওয়া গেছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, দুপুর ০২:১৪
Discussion about this post