সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আজ ১৯ মার্চ শুক্রবার ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভোরে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে পথে যাত্রী তুলে শাহজাদপুরের দিকে আসছিল অটোরিকশাটি।
পথে দ্বারিয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে।ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী।
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, সকাল ০৯:৩৪
Discussion about this post