বিনোদন প্রতিবেদন
ছোটবেলা থেকেই গানে হাতেখড়ি তরুণ কণ্ঠশিল্পী হিমাদ্রিতা পর্নার। বাবার উৎসাহেই সংগীতাঙ্গনে আসেন তিনি। পড়ালেখার পাশাপাশি গানের সঙ্গে মিতালী করে এগিয়ে চলছে তার সংগীত ক্যারিয়ার।
গত কয়েক বছরে টিভি ও স্টেজ অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক পরিচিতি তৈরি করেছেন নিজের। এখন পর্যন্ত জনপ্রিয় গানগুলো নিজের কণ্ঠে তুলে প্রশংসা কুড়িয়েছেন সংগীতবোদ্ধা ও শ্রোতাদের।
সেই ধারাবাহিকতায় এবার সালমান শাহ অভিনীত ছবির দুটি শ্রোতাপ্রিয় গান নতুন সংগীতায়োজনে রেকর্ড করবেন পর্না। গান দুটি হলো- তুমি আমার মনের মানুষ এবং তুমি আমার এমনই একজন।
সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপার গাওয়া এই গান দুটি স্টেজ অনুষ্ঠানে একাধিকবার গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
গান দুটি প্রসঙ্গে পর্না বলেন, সালমান শাহ আমার প্রিয় নায়ক। তার অভিনীত সিনেমা দেখার পাশাপাশি গানগুলোও ভালো লাগত। সংগীতাঙ্গনে আসার পর তাই সেই প্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করি এখন। এই গান দুটির অনুরোধ সব অনুষ্ঠানেই পাই। তাই পরিকল্পনা করেছি গান দুটি নতুন করে রেকর্ড করার। আগামী মাসেই রেকর্ডিংয়ের কাজ শুরু করার ইচ্ছা আছে।
এছাড়া প্রচলতি কয়েকটি রবীন্দ্রসংগীত গাওয়ার পরিকল্পনাও আছে তার। স্টেজের পাশাপাশি টিভির সংগীতবিষয়ক অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন হিমাদ্রিতা পর্না। এখনও গান শেখা অব্যাহত রেখেছেন তিনি।
সৈয়দ আবদুল হাদি ও অনিল কুমার সাহার কাছে দীর্ঘ সময় ধরে গান শিখছেন। আগামী রোজার ঈদের পর নিজের প্রথম একক গানের অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা হাতে নিয়েছেন এই সংগীতশিল্পী।
প্রকাশ : ১৭ মার্চ ২০২১, রাত ০৭:০০
Discussion about this post