নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার বিস্ফোরণে আবুল কালাম নামে এক যুবকের বসত ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার জোড্ডা পুর্ব ইউপির শ্রীহাস্য খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘরে থাকা ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আবুল কালামের বিদেশ যাওয়ার নগদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও পাসপোর্টসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
সোমবার সরেজমিন জানা যায়, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতায় একটি ডিজিটাল মিটার গত রোববার দুপুর দেড়টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা টাকা পয়সাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি কিছুদিনের মধ্যে সৌদি আরব যাওয়ার জন্য ঋণ ও জমি বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ঘরে রেখেছিলাম। পল্লী বিদ্যুতের মিটার আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি এখন কী করবো বুঝতে পারছি না।
এ বিষয়ে জোড্ডা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নরুন নবী বলেন, আমি শুনেছি, তদন্ত করা হবে।
প্রকাশ : ১৫ মার্চ ২০২১, রাত ১১:৪৫
Discussion about this post