লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামের কালিয়াপুর দরবার শরিফের গদিনশিন পীর আহম্মদ উল্লাহ (৭০) আর নেই। শনিবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে দরবার শরিফে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কালিয়াপুর পীরবাড়ির মরহুম পীর মোল্লা কাজিম উদ্দিনের দৌহিত্র এবং মরহুম পীর আবদুর রহমানের সন্তান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
ব্যক্তিজীবনে আহম্মদ উল্লাহ অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তার মরদেহ হিমায়িত গাড়িতে রাখা হয়েছে। রোববার বাদ আসর কালিয়াপুর দরবার শরিফে তার জানাজা ও দাফন হওয়ার কথা রয়েছে।
মরহুমের স্বজন লাকসাম বাজারের ব্যবসায়ী সিরাজুল হক বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবনযাপন করতেন। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোকাহত।
প্রকাশ : ১৪ মার্চ ২০২১, রাত ০৯:০০
Discussion about this post