কুমিল্লা অফিস
কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতে ঘরে ঢুকে পরিবারের সবাই মিলে মো. শাহজাহান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে উপজেলার আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহজাহান মিয়া ও তার ভাই সোলেমান মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগামী শুক্রবার এলাকায় সালিশ বৈঠক হওয়ার কথা ছিল।
শনিবার গভীর রাতে সোলেমান মিয়া, তার স্ত্রী মমতাজ বেগম ও ছেলে শরীফ, মাসুদ, রুবেল, জুয়েল ও সজিব শাহজাহানের ঘরের দরজা ধাক্কাধাক্কি শুরু করলে নিহতের স্ত্রী দরজা খুলে দেন। দরজা খোলার পর সবাই ঘরে ঢুকে শাহজাহানকে প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে ও পরে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে।
খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে হত্যাকারীরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রতিবেশীরা ৯৯৯ নম্বরের মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে যায়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।
প্রকাশ : ১৪ মার্চ ২০২১, রাত ০৮:৩৭
Discussion about this post