চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়ন দূর্গাপুর গ্রামের কামাল হোসেন ড্রাইভারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন শাহেদ (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ ১২ মার্চ শুক্রবার ভোররাত ৪ টার দিকে কক্সবাজারের চকরিয়ায় তিনি মারা যান।
নিহতদের পরিবার সূত্র জানায়, ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার যাওয়ার জন্য বাড়িতে থেকে বের হয়ে যায় শাহেদ। আজ শুক্রবার ভোর ৪ টার দিকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া নামক স্থানে পোঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনের বাস সড়ক পাশে উল্টে দুর্ঘটনা কবলিত হয়। এতে জাহাঙ্গীর হোসেন শাহেদ মারা যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহতের গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন দূর্গাপুর এ খবর পৌঁছলে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার সাথে একই এলাকার আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন বাতিসা ইউনিয়ন আমজাদের বাজার এলাকার ছাত্রলীগ নেতা মোঃ আবু ছালেহ, মোঃ শাকিল ও পারভেজ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টার লাইন পরিবহনের পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলেই নিহত হন শাহেদ।
প্রকাশ : ১২ মার্চ ২০২১, দুপুর ০২:২৯
Discussion about this post