কুমিল্লা অফিস
আজ বৃহস্পতিবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আইনজীবী সমিতি ভবনের সাত নম্বর হলরুমে করা হয়েছে ভোট কেন্দ্র। কেন্দ্রটিতে ১৮ টি বুথে সারাদিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ এর নির্বাচনে ১০৮৩ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৭ টি পদের জন্য ৩ টি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৫৩ জন স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে এবার বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল বিপুল ভোটে জয় লাভের সম্ভাবনা দেখা দিয়েছে এবং তাদের পূর্ণ প্যানেল জয় লাভের সম্ভাবনা রয়েছে। অতীতের ভোট বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ একক প্যানেল দিয়েও জাতীয়বাদী প্যানেলের কাছে হারতে হয়েছে বা হাড্ডহাড্ডি লড়াই হয়েছে। অথচ এবার আওয়ামী লীগ সমর্থিত দু’টি প্যানেল দাঁড় করিয়েছে। অতীতে একক প্যানেল দিয়েো জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল কে পরাজিত করতে তাদেরকে হিমশিম খেতে হয়েছে। এবার আওয়ামী লীগের দুইটি প্যানেল থাকার কারণে তাদের ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ সমর্থিত দু’টি প্যানেল হলো- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
তিনটি ফাইনাল হলো – বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ/ ফোরাম সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: সহিদ উল্লাহ প্যানেল। এ প্যানেলে সহ-সভাপতি আব্দুল বারী, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সহসাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার হোসেন, সেক্রেটারী লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সেক্রেটারি এনরোলমেন্ট মো: আবদুস সবুর, সহসেক্রেটারি এনরোলমেন্ট মো: সাইফুর রহমান সায়েম, সেক্রেটারি রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভূঁইয়া, সদস্য পদে- মোঃ নুরুল ইসলাম, মনিবুর রহমান চৌধুরী, মোঃ একেএম হাসানুল হক, মোঃ ছাদেকুর রহমান, এএসএম সাইফুল ইসলাম, ফরহানা সেলিম ও সাহিদা বেগম।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সভাপতি আহসান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক পদে মো: জাহাঙ্গীর আলম প্যানেল। এ প্যানেলে সহ-সভাপতি মোঃ শাহ আলম ১, সহ-সভাপতি নুরুল ইসলাম ২, সহসাধারণ সম্পাদক খন্দকার মারুফ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমির হোসেন খান, সেক্রেটারি লাইব্রেরী হালিমা বেগম, সেক্রেটারি এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন, সহ সেক্রেটারি এনরোলমেন্ট তাহমিনা মুজাহিদ, সেক্রেটারি রিক্রিয়েন সাহাব উদ্দিন, সদস্য মোঃ কামাল হোসেন (মির্জা কামাল), কৌশিক সরকার, সাইফুর রহমান, মোঃ আব্দুল হান্নান, আবু কাওসার, মোতাহের হোসেন চৌধুরী ও তাহমিনা বেগম।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আবসার মিজান প্যানেল। এ প্যানেলে সহ-সভাপতি শামীম আরা চৌধুরী,সহ-সভাপতি রতন কুমার দাস, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক মোশাররফ হোসেন টিটু, রিক্রিয়েশন এন্ড কালচারাল সম্পাদক খায়রুল আনাম পটু, এনরোলমেন্ট সম্পাদক মোঃ সেহাবুল ইসলাম দিপু, সহ এনরোলমেন্ট সম্পাদক সু্বির নন্দি বাবু, সদস্য- মোঃ জলিল আহমেদ, কাজী ফয়সাল আহমেদ, মোঃ আনোয়ারুল হক, মকবুল হোসেন, মুমিনুল হক, এনামুল হক কাজল ও সালাউদ্দিন আহমেদ।
প্রকাশ : ১১ মার্চ ২০২১, সকাল ০৯:২৮
Discussion about this post