দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
সোমবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। আওয়ামী লীগের অবিসংবাদিত এ নেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ ১৮ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সভাপতি নির্বাচিত হন তিনি। এর আগে দীর্ঘদিন সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
ত্যাগী আওয়ামী লীগ নেতা, দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, পঁচাত্তর পরবর্তীতে দাউদকান্দিতে আওয়ামী লীগের পুনঃগঠনের প্রাণপুরুষ, আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে দাউদকান্দি তথা কুমিল্লা উত্তর জেলা জুড়ে বিরাজ করছে শোকের ছায়া।
তার এ মৃত্যুতে শোকে মুহ্যমান উত্তর জেলা রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। দল-মত নির্বিশেষে শোক জানাচ্ছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতার প্রতি।
মঙ্গলবার দুপুরের আগে লাশবাহী এম্বুলেন্স তার নিজ বাড়ি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন এর বাহেরচর গ্রামে এলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খীদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। তাকে শেষবারের মতো একনজর দেখতে মানুষ ভিড় করে ওই গ্রামে।
মঙ্গলবার বাদ জোহর বাহেরচর নিজ বাড়ির আঙ্গিনায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাজার হাজার মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত করা হলো আব্দুল আওয়াল সরকারকে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন ও মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রতন শিকদার প্রমুখ।
প্রকাশ : ১০ মার্চ ২০২১, রাত ০১:১১
Discussion about this post