কুমিল্লা অফিস
কুমিল্লার দেবিদ্বারে ছোট্টু মিয়া (৬২) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে দশ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রোববার ছোট্টু মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন শিশুর মা।
রোববার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে থানায় মামলা হওয়ার পর এলাকা থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত বৃদ্ধ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিংলাবাড়ি গ্রামে ওই বৃদ্ধের একটি মুদি দোকান আছে। তার দোকানের পাশে গ্রামের শিশুরা খেলা করে। গত বৃহস্পতিবার বিকেলে খেলা করার সময় বৃদ্ধ ছোট্টু মিয়া কৌশলে ওই শিশুকে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে।
মামলার বাদী জানান, ঘটনার পর থেকেই আমার মেয়ে অসুস্থ। লম্পট ছোট্টু তাকে ভয় দেখিয়ে বলেছে, এসব কথা কাউকে বললে সে আমার মেয়েকে মেরে ফেলবে। শনিবার রাতে মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়লে আমরা গ্রাম্য ডাক্তারকে বাড়িতে ডেকে আনি। পরে জানতে পারি মেয়েকে ধর্ষণ করেছে ওই লম্পট। এরপর রোববার সকালে থানায় মামলা করি। আমরা ওই লম্পটের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।
রোববার সন্ধ্যায় দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, থানায় মামলা হওয়ার পর আদালত শিশুর জবানবন্দি রেকর্ড করেছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : ৮ মার্চ ২০২১, রাত ০১:০৯
Discussion about this post