রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় এক ছাত্রী ধর্ষণের দায়ে প্রেমিক ইয়াছিন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার খৈশাইর এলাকায় থেকে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইয়াছিন নরসিংদী জেলার সদর উপজেলার শহিদ মিয়ার ছেলে। তিনি উপজেলার খৈশাইর এলাকায় বোনের বাড়িতে বসবাস করতেন।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বলেন, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময় এক বছর আগে ইয়াছিন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনমাস আগে ইয়াছিন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি টালবাহানা শুরু করেন।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ইয়াছিন মিয়া ওই শিক্ষার্থীকে দেখার করার কথা বলে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় শুক্রবার (৫ মার্চ) রাত আড়াইটায় ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করলে ইয়াছিনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
প্রকাশ : ৬ মার্চ ২০২১, বিকাল ০৪:৪২
Discussion about this post