হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে তিন দিন ধরে গাছে আটকা পড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার বিকালে ১৫ মিনিটের অভিযানে বিড়ালটি উদ্ধার করে তারা।
হাজীগঞ্জ থানার সামনে একটি কড়ই গাছে আরেকটি বিড়ালের ধাওয়া খেয়ে উঠে যায় বিড়ালটি। সেখানেই সে আটকা পড়ে। গত তিন দিন যাবত বিড়ালটি বড় ওই গাছ থেকে নামতে না পেরে চিৎকার করতে থাকে।
পরে হাজীগঞ্জ থানার এএসআই রিয়াজ উদ্দিন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা প্রায় ১৫ মিনিট অভিযান পরিচালনা করে বিড়ালটি উদ্ধার করে ছেড়ে দেয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের নায়েক আবদুর রব বলেন, আমরা খবর পেয়েই ছুটে আসি। তবে বিড়ালটি উদ্ধার করতে পেরে ভালো লাগছে।
প্রকাশ : ৪ মার্চ ২০২১, রাত ১১:২৫
Discussion about this post