লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলায় পান-সুপারি আনতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে টুনি বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার চন্দনা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুনি বেগম উপজেলা চন্দনাবাজারসংলগ্ন বড়বাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা বুদ্ধিপ্রতিবন্ধী। সোমবার রাতে তিনি পান-সুপারি আনতে চন্দনাবাজারে যান।
বাজার থেকে ফিরে চন্দনা রেলক্রসিং পারাপারের সময় নোয়াখালীগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। চন্দনায় রেলগেট না থাকায় প্রায় সময় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন বলেন, দুর্ঘটনার কোনো সংবাদ এখনও পাইনি। এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।
প্রকাশ : ২ মার্চ ২০২১, সকাল ১০:১৫
Discussion about this post