দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে গোলাম মোস্তফা নামে এক ইটভাটা মালিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই ইউপির চেয়ারম্যান খন্দকার আব্দুস সালামের ছেলে ফখরুল ইসলামের নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ওই ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, আসছে ইউপি নির্বাচনে আমার স্ত্রী শাহনাজ মোস্তফা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নিয়মিত এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এরই মাঝে সে এলাকার সাধারণ লোকজনের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, এতে ঈর্ষান্বিত হয়ে ওই ইউপির বর্তমান চেয়ারম্যান খন্দকার আব্দুস সালামের ছেলে ফখরুল ইসলাম নানা ষড়যন্ত্র শুরু করেন। ইতোপূর্বে সে আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিও প্রদান করে। সোমবার গভীর রাতে আমি আমার নিজস্ব ইটভাটা থেকে ফেরার পথে চেয়ারম্যানের ছেলে ফখরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন। এ সময় নগদ ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় মোটেও আমার কোনো সম্পৃক্ততা নেই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
দেবিদ্বার থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশ : ২ মার্চ ২০২১, রাত ১১:৫৯
Discussion about this post