ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিন ছেলে। সম্পর্কে রুবেল ওই কিশোরীর খালু।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের ২০ ডিসেম্বর ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। ঘটনার প্রায় দুই মাস পর গত ১৫ ফেব্রুয়ারি থানায় মামলা করেন কিশোরীর বাবা। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছে।
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২১, রাত ০৭:৪০
Discussion about this post