কুমিল্লা অফিস :
কুমিল্লা ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনা জানার পর হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্স সহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যায়। ঘটনার পর হাসপাতালে ভাঙচুর করে বলে জানা গেছে। মারা যাওয়ার রোগী মোবারক হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে মোবারক হোসেন নামের এক ব্যক্তি পায়ে ফোঁড়া নিয়ে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউতে অবস্থিত ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। এরপর বিকেল চারটার সময় পায়ের ফোঁড়া অপারেশনের জন্য হাসপাতালে এনেসথেসিয়া বিভাগের ডাক্তার সাফায়েত শাহীন তাকে কক্ষে নিয়ে যায়। পরে ডাক্তার আবদুল হক রোগীকে অজ্ঞান করেন। অপারেশন শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত দীর্ঘ এই সময়ের মধ্যে জ্ঞান না ফেরায় রোগির বড় ভাই চিকিৎসকদেরকে জানায়।
পরবর্তীতে চিকিৎসক এসে দেখে রোগী মারা গেছে। মারা যাওয়ার সংবাদে ভয়ে হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্স ও কর্মরত সকল স্টাফ পালিয়ে যায়। এরপর সংক্ষুব্ধ রোগীর স্বজনরা হাসপাতালে এসে অবস্থান নেয় এবং ভাংচুর চালায়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রমা সেন্টারে রোগী মৃত্যুর একটি অভিযোগ পেয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের সমঝোতার চেষ্টা চলছে। ভুল চিকিৎসায় মারা যাওয়া ব্যক্তিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
প্রকাশ : ১৭ফেব্রুয়ারি ২০২১, সকাল ০৯:২৮
Discussion about this post