ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলায় বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৯) নামে তার চাচাতো দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ আলীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে তার চাচাতো দেবর জাহাঙ্গীর সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে বাড়ি অন্যান্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।
এ ঘটনার পরদিন জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ধষর্ণের শিকার ওই নারী।
ধষর্ণের শিকার ওই নারী বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন।
এরপর থেকে প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন জাহাঙ্গীর। গত দুই মাস আগে তিনি দেশে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেন এবং বিভিন্ন সময় আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেন।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আসামিকে আদালতে এবং নির্যাতনের শিকার নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১, রাত ১২:৩৩
Discussion about this post