গাজীপুর প্রতিধা
গাজীপুরে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্লোরী ফুটওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন ওরফে পাভেলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ওই নারী মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার পাভেল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জালাই এলাকার ফরহাদ হোসেনের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল মির্জাপুর কলেজ গেট এলাকায় শাহজাহান সিকদারের বাসার ভাড়ায় থাকতেন।
মামলার বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, কারখানার জেনারেল ম্যানেজার পাভেল বেতন বৃদ্ধি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে এক নারী সহকর্মীকে বিভিন্ন সময় তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই নারী সহকর্মীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত বুধবার (১০ জানুয়ারি) তাকে পুনরায় ধর্ষণ করে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। পরে নানা কৌশলে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন।
তিনি আরও জানান, মামলার পর পাভেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১, রাত ১২:৫২
Discussion about this post