কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুটিং টিম ‘ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল’মুট কোর্ট’ প্রতিযোগিতায় ‘স্পিরিট অফ দ্য জেসাপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
১১-১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ এবং অন্যতম মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ অংশের ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মুটিং দলের অংশগ্রহণকারী সদস্যরা হলেন- মো. মুছা ভূঞাঁ, মোহাম্মদ রেজাওনুল ইসলাম গণি এবং মো. বায়েজিদুল ইসলাম সৌরভ। এ দলের তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক সোহেল।
কুবি আইন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা অর্জনের মাধ্যমে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ২০১৯ সালে নিলস ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক আইনের ওপর মুটিংয়ে ‘বেস্ট প্রমিজিং টিম অ্যাওয়ার্ড’ অর্জন করলেও এবার ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশনে ‘স্পিরিট অফ জেসাপ অ্যাওয়ার্ড’ পাওয়া আসলেই আমাদের জন্য গর্বের।
প্রসঙ্গত, এ প্রতিযোগিতাটি জেসাপ বাংলাদেশ আয়োজনে ও আমেরিকান বিচার বিভাগ, ঢাকা এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২১, সকাল ১১:৪২
Discussion about this post