আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর ফলে তৃতীয়বারের মতো আখাউড়া পৌরসভার মেয়র পদে আসীন হচ্ছেন তাকজিল খলিফা। তিনি আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
মেয়র পদে লড়াইয়ে চার প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকে তাকজিল খলিফা পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন ৭৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক ভূঁইয়া নারিকেল গাছ প্রতীকে ৫৯৫ ভোট ও মো. শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। যদিও শফিকুল কারচুপির অভিযোগে ভোট গ্রহণ চলাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রাত ১১:৫৮
Discussion about this post