রেনেসাঁ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী, বর্তমান আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর ৭৩তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারের নিজ বাসভবনে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সঙ্গে তিনি মিলাদে অংশ নেন।
মাহফিলে তার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু কামনা ও করোনা মহামারি থেকে উত্তরণে দেশবাসীর জন্য দোয়া করা হয়।
আব্দুল মতিন খসরু কুমিল্লার বুড়িচং-বি পাড়া এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১৯৯৬ সালে প্রথমে আইন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীকালে মন্ত্রী হিসেবে পদোন্নতি পান। সংসদে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করতে তিনি ভূমিকা রাখেন।
সংবাদ বিজ্ঞপ্তি।
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২১, বেলা ০২:৪৭
Discussion about this post