নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
নাঙ্গলকোট উপজেলার আশারকোটা মিয়াজী বাড়ী জামে মসজিদ ফাউন্ডেশনের আয়োজনে ৫ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ধারাবাহিক মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএফইউজে’র সহকারী মহাসচিব মো: সহিদ উল্লাহ মিয়াজী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন পূর্বচাঁন্দপুর নিবাসি ঢাকা ইব্রাহিম শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী খন্দকার শহিদুল হক।
মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোখলেছুর রহমান, মসজিদ কমিটির সেক্রেটারি মো: আবদুল হাই, পেরিয়া বাজারে অবস্থিত উত্তর শাকতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রব মাস্টার, পেরিয়া ; ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের, মো: নুরুল আমিন মাস্টার, সমাজ সেবক হুমায়ুন কবির, মাওলানা মজিবুল হক প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মো: মোবারক হোসেন।
মাহফিল বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজের পক্ষে ছিলেন মো: আবদুল জলিল মিয়াজী, হাফেজ শরীফুল ইসলাম মিয়াজী, সাইমুনুর রশিদ মিয়াজী, মো: আবদুল বারেক মাস্টার, নাছির উদ্দিন রোবেল, মো: শুভ, মো: হাবিবুর রহমান, মো: ফয়সাল, আবদুল গণি, আবদুল আজিজ ও আনিছুর রহমান সহ অনেকে।
প্রধান অতিথি খন্দকার শহিদুল হক বলেন, দ্বীনের সঠিক জ্ঞান না থাকার কারনে মুসলিম হয়েও অনেকে ইসলামে নিষিদ্ধ কাজ গুলোকে ভালো আমল মনে করে তা করতে থাকে। আবার কিছু কিছু ইসলামী বক্তাও সরল মুসল্লিদেরকে ভুল পথে পরিচালনা করে থাকেন। তাই সকলকে সঠিক পথে আসতে পবিত্র কোরআন মজীদ ও হাদীসকে অনুস্মরণ করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহাকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী বলেন, বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মুসলিম নিধনে ইয়াহুদী ও পশ্চিমাদের সাথে কিছু কিছু দেশের মুসলিম নেতারাও যোগ দিয়েছেন। তিনি সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
“ছাত্র ও যুব সমাজ” আশারকোটা মিয়াজী বাড়ী জামে মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ মাগরিব ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। এটি ছিলো চতুর্থতম মাফিল।
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২১, রাত ১২ : ৩০
Discussion about this post