নাঙ্গলকোট (কুমিল্লা) প্রকিনিধি:
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার অবিসংবাদিত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবারে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাঙ্গলকোটের সাবেক এমপি মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সকল নেতাকর্মী।
উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির,উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমএ করিম মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান,পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার,রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ,যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ , ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির বলেন দঃ কুমিল্লার সিংহ পুরুষ সাবেক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার১৬তম মৃত্যু বার্ষিকীতে এবার আমরা দোয়া মাহফিল,কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ সহ ভূরিভোজের আয়োজন করেছি। আমি এই পরিবারের সদস্য হিসেবে আপনাদের কাছে আমার চাচা সাবেক এমপি মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার জন্য দোয়া কামনা করছি।
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, রাত ১০:২৩
Discussion about this post