ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া বাজারে চলা এ অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আছাদুল ইসলাম।
তিনি জানান, তদারকি অভিযানে ওজনে কারচুপির মতো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় সাজ্জাদ ফলের দোকানকে ২ হাজার, জুয়েলের ফলের দোকানকে ২ হাজার, মেহেদীর ফলের দোকানকে ২ হাজার ও মাতৃ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও সেবার মূল্য না থাকায় ভাই ভাই হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা, প্রতিদিন হোটেলকে ৫ হাজার এবং ইত্যাদি ফাস্টফুড অ্যান্ড বিরিয়ানি হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি বাসি গ্রিল ও চিকেন চাপ জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদকরণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, রাত ০৮:৪০
Discussion about this post