মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা দক্ষিণ জেলার আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে গরমবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২২ জানুয়ারি শুক্রবার এই গরমবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক রকিবুল হাসান শান্ত, নাথেরপেটুয়া শাখার সভাপতি মামুন মিজান, প্রচার সম্পাদক মোহাম্মদ জোবায়ের, দপ্তর সম্পাদক রশিদ ইকবাল, কর্মসূচি বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন, সদস্য শাহাদাত হোসেন, মাসুম, সাগর সহ প্রমুখ।
উল্লেখ্য, ইতিপূর্বে সংগঠনের অর্থায়নে কয়েক দফায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াতিম ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, রাত ০৯;৪৫
Discussion about this post