কুমিল্লা অফিস:
ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা মো. আলমাছ প্রধানকে গ্রেফতার করেছে কুমিল্লার্যাের সদস্যরা। চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
মো. আলমাছ প্রধান মতলব দক্ষিণের হাজী মো. বাদশা প্রধানের ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল সেট, ৫ লাখ টাকার একটি ব্ল্যাংক চেক, ২টি এটিএম কার্ড ও অনলাইন ক্যাসিনোর হিসেবের বেশ কয়েকটি খাতা উদ্ধার করা হয়েছে।
তালুকদার নাজমুছ সাকিব বলেন, বৃহস্পতিবার ভোরে মতলব দক্ষিণ উপজেলার মতলব দক্ষিণ রথ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করের্যা। এ সময় আলমাছ প্রধানকে তার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমাছ দীর্ঘদিন যাবত মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলের্যাের কাছে স্বীকার করেছেন।
ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, রাত ০৯:২৩
Discussion about this post