রেনেসাঁ ডেস্ক:
প্রথম দফাতেই করোনাভাইরাসের টিকা নিতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকার যে টিকা জনগণকে দেবে সেই টিকাই নেবেন তিনি।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘আমি সবার আগে টিকা নেব। কারণ আমার টিকা দরকার। আমার বয়স হয়েছে। সরকার যে টিকা দেবে সেই টিকাই নেব।’
বৃহস্পতিবারই ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ২০ লাখ ডোজ দেশে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে এই টিকা তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
এই উপহারের পাশাপাশি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ৩ কোটি ডোজ টিকা কিনছে সরকার। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রাজধানীর চারটি হাসপাতালে টিকা দেওয়া শুরু হতে পারে।
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, রাত ১২:২৩
Discussion about this post