কুমিল্লা অফিস:
কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে ১ হাজার ৩০০ দরিদ্র এবং অসহায় মানুষকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সেনা মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা প্রদান করেন ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সদস্যরা। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ৩৮ সদস্যের নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল শাহপার আকন্দ।
উপস্থিত ছিলেন ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর এইচএম সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন জান্নাতুন নাঈম, ক্যাপ্টেন ফাইজা সোলাইমান, ক্যাপ্টেন মিনা আসিফ কবির, লে. আ. সোবহান ও অন্য সদস্যরা।
চিকিৎসা শেষে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
একই সময় লায়ন্স ক্লাব অব কুমিল্লা, গ্রেটার বিথ্রি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ডা. কাইয়ূম, ডা. আনিছুর রহমান ও ডা. মেহেদী হাসান।
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, রাত ০৭:৩৭
Discussion about this post