চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
তারা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কাজী মো. রেজাউল করিম।
চান্দিনা পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৯৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ৫৯টি ভোট। সেই হিসাবে ২ হাজার ৬১ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দুই প্রার্থীর মধ্যে জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট ও কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৪৪ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন ভূঁইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব জানান, প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ দুই হাজার ৬১ ভোট কোনো প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না। যেহেতু চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ প্রার্থীর প্রাপ্ত ভোট কম সেই কারণে এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, রাত ১১:১১
Discussion about this post