কুমিল্লা অফিস:
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। মারা যাওয়া ব্যক্তির নাম কামরুল ইসলাম। তিনি নগরীর বৃষ্ণপুর এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে এ দূর্ঘটা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ দুলাল চন্দ্র সূত্রধর।
জানাযায়, গোমতী নদীর বাঁধ সংলগ্ন নগরীর কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় দুইটি মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। দুইটি মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের একজন মারা গেছেন ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ফখরুল ইসলাম ও বাছিরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি বুড়িচং উপজেলায় বলে জানা গেছে।
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, রাত ১১:৫৫
Discussion about this post