নীলফামারী সংবাদদাতা:
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ওই ইউনিয়নের কির্তনীয়পাড়া নগরবন গ্রামের একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মধ্যে সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আজিজ, গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর হুমায়ুন কবির ও সেক্রেটারি রফিকুল ইসলাম।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নাশকতার লক্ষে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ জানান, মসজিদে কুরআন শিক্ষার আলোচনা চলাকালীন পুলিশ তাদের আটক করেন।
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, রাত ১০:৩০
Discussion about this post