নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার ২নং পেরিয়া ইউনিয়নের কৈয়া গ্রামের প্রয়াত আব্দুল হাই স্বপন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর শনিবার কৈয়া গ্রামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম আলমগীর এর সঞ্চালনায় পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার।
প্রধান বক্তা ছিলেন, পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন মজুমদার, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ,পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম ভূঁইয়া টিটু,পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হায়াতুন্নবী ফরিদ, পেরিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাঈন উদ্দিন মজুমদার,পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু ইসহাক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ রাহাত, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাস্টার আব্দুল বারিক, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাস্টার মোহাম্মদ হোসেন, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ডাক্তার আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা ইমরান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ করিম মজুমদার বলেন আব্দুল হাই স্বপন ছিলেন আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ । মরহুম আব্দুল হাই স্বপন ত্যাগি ও পরিশ্রমী নেতা ছিলেন যার অবদান পেরিয়া বাসি চিরকাল স্মরণ রাখবেন। আল্লাহ প্রিয় স্বপন কে জান্নাতবাসি করুক।
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, রাত ১০:২২
Discussion about this post