কুমিল্লা অফিস:
‘বঙ্গবন্ধুর স্বপ্নের রেশ, রক্তে কেনা বাংলাদেশ, পুলিশ ছিল অগ্রভাগে, আগামীতেও এগিয়ে রবে’- এ স্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে পুলিশলাইনসের শহীদ আরআই আবদুল হালিম মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ডা. আরিফুর রহমান। এ সময় পুলিশ সুপার (ইন সার্ভিস) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানসহ জেলার পুলিশের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এতে ২৩২ শহীদ পরিবার, মৃত মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। প্রতিরোধ যুদ্ধের প্রথমেই তারা তাদের ছোট্ট অস্ত্র দিয়ে বড় অস্ত্রে সুসজ্জিত পাক সেনাদের মুখোমুখি হয়েছিল সাহসিকতার সঙ্গে। ভয়ে পালিয়ে না গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছিলেন।
তিনি বলেন, এ প্রজন্মের পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে হবে। তা না হলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে আহ্বান করেন ডিআইজি আনোয়ার হোসেন।
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, বিকাল ০৪:৩৫
Discussion about this post