বিনোদন ডেস্ক:
মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও খণ্ডনাটকের একজন জনপ্রিয় নাট্যাভিনেত্রী হিসেবেও পরিচিতি আছে তানজিন তিশার।
বছরের অন্যান্য সময় নিয়মিত কাজ করলেও বিশেষ দিবস কিংবা উপলক্ষে বিশেষ গল্পের নাটকের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী তিনি।
করোনাকালের শুরুতে দীর্ঘ সময় কাজ বন্ধ রাখলেও গত কোরবানির ঈদের পর থেকে নিয়মিত অভিনয় করছেন।
নাটকের পাশাপাশি এ অভিনেত্রী অনলাইন নাটক, ফিল্মের দিকে ঝুঁকছেন। এসব মাধ্যমে তার কাজ প্রশংসিতও হচ্ছে।
অনলাইনে তার প্রথম অভিযাত্রা শুরু হয় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘মানি মেশিন’ নামে একটি ওয়েব ফিল্ম দিয়ে।
আরটিভি প্রযোজিত ফিল্মটিতে অভিনয়ের সময় করোনায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ওয়েব সিরিজে অভিষেক হয় তানজিন তিশার। ‘শিকল’ নামের সাত পর্বের এই সিরিজটিতে ‘নন্দিনী’ নামের একটি চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন তিনি। এটি একটি ওয়েব প্লাটফরমে প্রচার হয়। এটির জন্য দর্শকদের প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘একজন নারীর জীবনের এক গুরুত্বপূর্ণ আখ্যান এ সিরিজটি। এতে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি তা সত্যিই অসাধারণ। দর্শকের কাছে থেকে এটির জন্য নিয়মিত সাড়া পাচ্ছি। সবাই এ ধরনের কাজে আমাকে দেখে আনন্দিত হয়েছেন। আশা করছি দর্শকের জন্য শিগগিরই ভালো কিছু নিয়ে হাজির হব।’
এদিকে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘অমানুষ’ নামের আরেকটি ওয়েব কনটেন্টে সম্প্রতি অভিনয় করেছেন।
আরটিভি প্রযোজিত এই ওয়েব কনটেন্ট শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন এটির নির্মাতা। এ ছাড়া আগামী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকেও অভিনয় শুরু করেছেন তানজিন তিশা। করোনায় জীবন ঝুঁকি নিয়েও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী।
অন্যদিকে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘আপনার ছেলে কি করে’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তানজিন তিশা। এতে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, বিকাল ০৪:০৫
Discussion about this post