চট্টগ্রাম অফিস:
চট্টগ্রামে বাসায় ডেকে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গত ১১ ডিসেম্বর নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আকবর শাহ থানায় ওই দুই বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন ওই কলেজছাত্রীর মা। ভুক্তভোগী ওই মেয়েটি দ্বাদশ শ্রেণির ছাত্রী।
আসামিরা হলো– একই এলাকার বাসিন্দা রাকিবুল হাসান ওরফে আরিয়ান (২০) ও মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবু (২৩)।
মঙ্গলবার সকালে আকবর শাহ থানার ওসি জহির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়েছে, ওই স্কুলছাত্রীর সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার বিষয়টি জানার পর মেয়েটি সম্পর্ক ছিন্ন করে।
গত ১১ ডিসেম্বর বিকালে ওই কলেজছাত্রী বই কেনার জন্য বাসা থেকে বেরিয়ে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোন করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন এবং পূর্ব ফিরোজ শাহ কলোনিতে তার বন্ধু বাবুর বাসায় আছেন। এ সময় মেয়েটিকে তাকে দেখতে যাওয়ার কথা বলে।
ওই কলেজছাত্রী সেখানে গেলে আরিয়ান ও বাবু তাকে ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ধর্ষণের কথা প্রকাশ করলে মেয়েটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বাসায় ফিরে অসুস্থবোধ করলে মেয়েটি তার পরিবারকে ঘটনা খুলে বলেন। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনার ‘সত্যতা’ পেয়েছেন তারা। ঘটনার পর পর আসামিরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, বিকাল ০৩:৫০
Discussion about this post