কুমিল্লা অফিস:
কুমিল্লার বরুড়া পৌরসভার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনের নামোল্লেখসহ নয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন, জীবনপুর গ্রামের আবাদ হোসেন, তার ছেলে মাসুদ, মারজাহান ও আবাদ হোসেনের মামাতো ভাই ফারুক।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার ঘটনায় তার ছোট ভাই জোবায়ের বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে ফারুককে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম পাশের জিনসার গ্রামে বিরোধ মেটাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরেক নেতা রানা আহত হন।
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, রাত ১১:২৪
Discussion about this post