কুমিল্লা অফিস:
কুমিল্লার দেবিদ্বারে লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদক, বাল্যবিয়ে, ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ গ্রহণ করেছে শিক্ষার্থীরা।
শনিবার বিকালে জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. খালিদ হোসেন।
এ সময় লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্যবিয়ে, ধর্ষণবিরোধী শপথ করান লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এ সময় শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়। উপস্থিত ছিলেন- লাল-সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার সভাপতি ইমরান আরেফিন ইমু, সদস্য ফয়সাল আহমেদ, মামুন, জাবেদ প্রমুখ।
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, রাত ১১: ৩৮
Discussion about this post