দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল বাজার থেকে ওই সরঞ্জাম উদ্ধার করেছে বোমা ডিসপোজাল টিম।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে বিহারমণ্ডল বাজারে হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে দেবিদ্বারের সার্কেলের এএসপি আমিরুল ও দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ারসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। খবর দেয়া হয় বোমা ডিসপোজাল ইউনিটকেও।
রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইডির একটি টিম ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিই। রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখান থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
তবে আগে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সোমবার সকালে পুলিশ ও সিআইডির একটি তদন্ত দল পুনরায় ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানান, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা শক্তিশালী বোমা তৈরিতে ব্যবহার করা হয়।
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, রাত ০৯:২২
Discussion about this post