নাঙ্গলকোট প্রতিনিধি:
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেরিয়া ইউনিয়নের সকল ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে পেরিয়া বাজারে মিছিল ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশের প্রধান উদ্যোক্তা আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধি আলহাজ্ব মোঃ মাঈন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পেরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শিবলী নোমানী,রুদ্রচুমা জামে মসজিদের খতিব হাফেজ হাফিজুর রহমান সালেহী,শাকতলী সর্দার বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, পেরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিন উদ্দিন।উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম ভুট্টু, যুবলীগ নেতা মানিক, হাফেজ মোঃ ফয়েজ আহমেদ, হাফেজ মোঃ শেখ ফরিদ, হাফেজ মোঃ ইমরান হোসেন, মোঃ সাইফুল ইসলাম, নাজমুল হাসান, মোহাম্মদ রাকিব প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে নিন্দা প্রস্তাব ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা প্রস্তাব জানাতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, রাত ০৬:৫৯
Discussion about this post